Wellcome to National Portal
নগর উন্নয়ন অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st সেপ্টেম্বর ২০১৪

পূর্ববর্তী অর্জন

অতীতে নগর উন্নয়ন অধিদপ্তর নিম্ন লিখিত প্রকল্পসমূহ সম্পাদন এবং রিপোর্ট প্রণয়ন করেছেঃ

 

১। আরবান হাউজিং পলিসি এন্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট (ফাস্ট ফেইজ), সহযোগীতায় ইউএনডিপি (১৯৭৮-১৯৮১)।

২। ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যানিং প্রজেক্ট (ফাস্ট ফেইজ), সহযোগীতায় ইউএনডিপি (১৯৭৮-১৯৮২)।

৩। ড্রাফট ফিজিক্যাল প্ল্যানিং (ল্যান্ড ইউজ) এন্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল অর্ডিন্যান্স ইন ইটস ল্যান্ড পলিসি কনটেক্সট (জানুয়ারী, ১৯৮৩)।

৪। ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যানিং প্রজেক্ট (ফাস্ট ফেইজ), সহযোগীতায় ইউএনডিপি, ইউএনসিএইচএস (১৯৮৩-১৯৮৭)।

৫। আরবান হাউজিং পলিসি এন্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট (সেকেন্ড ফেইজ), সহযোগীতায় ইউএনডিপি এবং ইউএনসিএইচএস (১৯৮৪-১৯৮৬)।

৬। ৩৯২ টি পৌরসভার ভূমি ব্যবহার/মাষ্টার প্ল্যান প্রস্ত্ততকরণ (১৯৮৪-১৯৯১)।

৭। প্রিপারেশন অব স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান এন্ড ডিটেইল্ড এরিয়া ডেভেলপমেন্ট প্ল্যান অব ফিফটি ডিসট্রিক্ট টাউন্স (১৯৮৪-১৯৯১)।

৮। ফিজিক্যাল প্ল্যানিং (ল্যান্ড ইউজ) এন্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল অর্ডিন্যান্স, মার্চ ১৯৮৫।

৯। ফাইনাল রিপোর্ট ইন ফিজিক্যাল লেজিসলেশন, সেপ্টেম্বর ১৯৮৫।

১০। হাউজিং সেক্টর ইনস্টিটিউশনাল স্ট্র্যাংদেনিং প্রজেক্ট, সহযোগীতায় এডিবি (১৯৯২-১৯৯৩)।

১১। আরবান এন্ড সেল্টার সেক্টর রিভিও, সহযোগীতায় ইউএনডিপি, ইউনিসেফ এন্ড ইউএনসিএইচএস (১৯৯২-১৯৯৩)।

১২। প্রিপারেশন অব বাংলাদেশ ন্যাশনাল রিপোর্ট অন হিউম্যান সেটেলমেন্ট (ইউএন-হ্যাবিটেট) (১৯৯৬)।

১৩। প্রিপারেশন অব বাংলাদেশ কান্ট্রি রিপোর্ট অন আরবান ইনডিকেটরস (২০০১)।

১৪। দেশের ৮ টি পৌরসভার ভূমি ব্যবহার/মাষ্টার প্ল্যান প্রস্ত্ততকরণ (২০০৪-২০০৮)।

 

উল্লেখ্য নগর উন্নয়ন অধিদপ্তর নিজস্ব জনবল দ্বারা ১৯৯৯-২০০১ পর্যমত্ম গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ পৌরসভা, টুংগীপাড়া পৌরসভা এবং কোটালিপাড়া পৌরসভার ২০ (বিশ) বৎসর মেয়াদী ভূমি ব্যবহার মাষ্টার প্ল্যান প্রণয়ন করেছে যা এখনও মেয়াদোত্তীর্ণ হয়নি।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon