Wellcome to National Portal
নগর উন্নয়ন অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st সেপ্টেম্বর ২০১৪

পূর্ববর্তী অর্জন

অতীতে নগর উন্নয়ন অধিদপ্তর নিম্ন লিখিত প্রকল্পসমূহ সম্পাদন এবং রিপোর্ট প্রণয়ন করেছেঃ

 

১। আরবান হাউজিং পলিসি এন্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট (ফাস্ট ফেইজ), সহযোগীতায় ইউএনডিপি (১৯৭৮-১৯৮১)।

২। ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যানিং প্রজেক্ট (ফাস্ট ফেইজ), সহযোগীতায় ইউএনডিপি (১৯৭৮-১৯৮২)।

৩। ড্রাফট ফিজিক্যাল প্ল্যানিং (ল্যান্ড ইউজ) এন্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল অর্ডিন্যান্স ইন ইটস ল্যান্ড পলিসি কনটেক্সট (জানুয়ারী, ১৯৮৩)।

৪। ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যানিং প্রজেক্ট (ফাস্ট ফেইজ), সহযোগীতায় ইউএনডিপি, ইউএনসিএইচএস (১৯৮৩-১৯৮৭)।

৫। আরবান হাউজিং পলিসি এন্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট (সেকেন্ড ফেইজ), সহযোগীতায় ইউএনডিপি এবং ইউএনসিএইচএস (১৯৮৪-১৯৮৬)।

৬। ৩৯২ টি পৌরসভার ভূমি ব্যবহার/মাষ্টার প্ল্যান প্রস্ত্ততকরণ (১৯৮৪-১৯৯১)।

৭। প্রিপারেশন অব স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান এন্ড ডিটেইল্ড এরিয়া ডেভেলপমেন্ট প্ল্যান অব ফিফটি ডিসট্রিক্ট টাউন্স (১৯৮৪-১৯৯১)।

৮। ফিজিক্যাল প্ল্যানিং (ল্যান্ড ইউজ) এন্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল অর্ডিন্যান্স, মার্চ ১৯৮৫।

৯। ফাইনাল রিপোর্ট ইন ফিজিক্যাল লেজিসলেশন, সেপ্টেম্বর ১৯৮৫।

১০। হাউজিং সেক্টর ইনস্টিটিউশনাল স্ট্র্যাংদেনিং প্রজেক্ট, সহযোগীতায় এডিবি (১৯৯২-১৯৯৩)।

১১। আরবান এন্ড সেল্টার সেক্টর রিভিও, সহযোগীতায় ইউএনডিপি, ইউনিসেফ এন্ড ইউএনসিএইচএস (১৯৯২-১৯৯৩)।

১২। প্রিপারেশন অব বাংলাদেশ ন্যাশনাল রিপোর্ট অন হিউম্যান সেটেলমেন্ট (ইউএন-হ্যাবিটেট) (১৯৯৬)।

১৩। প্রিপারেশন অব বাংলাদেশ কান্ট্রি রিপোর্ট অন আরবান ইনডিকেটরস (২০০১)।

১৪। দেশের ৮ টি পৌরসভার ভূমি ব্যবহার/মাষ্টার প্ল্যান প্রস্ত্ততকরণ (২০০৪-২০০৮)।

 

উল্লেখ্য নগর উন্নয়ন অধিদপ্তর নিজস্ব জনবল দ্বারা ১৯৯৯-২০০১ পর্যমত্ম গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ পৌরসভা, টুংগীপাড়া পৌরসভা এবং কোটালিপাড়া পৌরসভার ২০ (বিশ) বৎসর মেয়াদী ভূমি ব্যবহার মাষ্টার প্ল্যান প্রণয়ন করেছে যা এখনও মেয়াদোত্তীর্ণ হয়নি।