Wellcome to National Portal
নগর উন্নয়ন অধিদপ্তর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুলাই ২০২৪

পরিচালক মহোদয়ের জীবন বৃত্তান্ত

জনাব মোঃ মাহমুদ আলী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের একজন সদস্য এবং বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব (গ্রেড-২)। ০৯/০৭/২০২৪ তারিখে তিনি সংস্থা প্রধান (পরিচালক) হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ নগর উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বভার গ্রহণ করেন। নগর উন্নয়ন অধিদপ্তরে যোগদানের অব্যবহিত পূর্বে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এর সদস্য (গবেষণা ও প্রযুক্তি) (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন।

জনাব মোঃ মাহমুদ আলী পাবনা জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঢাকা কলেজ হতে বিজ্ঞান বিভাগে যথাক্রমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উক্তীর্ণ হন। পরবর্তী সময়ে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় এবং  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে যথাক্রমে নগর ও গ্রামীন পরিকল্পনা বিষয়ে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রী এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। সরকারি চাকুরির পাশাপাশি বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে খন্ডকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নরত রয়েছেন। তাঁর গবেষণার আগ্রহসমূহ হল সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা।

 

দীর্ঘ চাকুরি জীবনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, জাপান, চীন, অষ্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং ইন্দোনেশিয়াতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার হতে উচ্চ শিক্ষা গ্রহন করেছেন। এছাড়া, তিনি জার্মানীর ডর্টমুন্ড ইউনিভার্সিটি হতে মাস্টার্স ডিগ্রী অর্জনের লক্ষে জার্মান সরকার প্রদত্ত DAAD স্কলারশিপ লাভ করেন। পাশাপাশি তিনি একজন হেরিটেজ প্রেমিক, অভিযাত্রী, বহু-মাত্রিক গবেষক এবং লেখক। তিনি নগর পরিকল্পনা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রকল্প ব্যবস্থাপনা এবং ই-গভর্নেন্স-সহ বিভিন্ন বিষয়ে গবেষণা কর্ম সম্পাদন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল ও দৈনিক পত্রিকায় তাঁর শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

সুদীর্ঘ ১০বছর (২০১৪-২০২৩ সাল) জনাব মোঃ মাহমুদ আলীর বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহ্যবাহী স্থানসমূহে ঘুরে বেড়ানো, তথ্য সংগ্রহ এবং গবেষণার চূড়ান্ত রূপ হলো “পূর্ববঙ্গের জমিদারবাড়ি” শিরোনামের একটি বই। যা ২০২৪ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে এবং পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।